সোমবার, ২০ মে ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১২ জ্বিলক্বদ ১৪৪৫

শাহজালালে থার্ড টার্মিনাল চালু আগামী বছরেই: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের কাজ শেষ হতে ২০২৩ সাল লেগে গেলেও ওই বছর সেপ্টেম্বর নাগাদ টার্মিনালটি উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সোমবার দুপুরে দেশের প্রধান এ বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, কোভিড মহামারীর মধ্যেও শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ একদিনের জন্যও বন্ধ হয়নি। ৮ এপ্রিল ৩২ দশমিক ৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। বাস্তবে হয়েছে এর চেয়ে বেশি; ৩৪ দশমিক ৬ শতাংশ। কাজের অগ্রগতি প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ এগিয়ে আছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হওয়ার আশাবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “২০২৩ সালের সেপ্টেম্বর নাগাদ থার্ড টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে। তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্তব্য করুন